আমরা করবো জয় নিশ্চয়ই

মহামারী করোনা ও লকডাউনে বিধস্ত গ্রামের গরীব দুঃখী মানুষ, ঠিক এই মূহুর্তে খাদ্য সংকটে থাকা গ্রামবাসীর সহযোগিতায় এগিয়ে এসেছে প্রিয় স্কুল অগ্রসার বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের ছাত্র ছাত্রীবৃন্দ।
সম্ভাব্য আগামী ১ লা মে, ২০২০ ইং, রোজ শুক্রবার গ্রামবাসীর মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হবে।
আমি দেশে ও বিদেশে অবস্থানকারী ২০০১ এর সকল বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাধ্যমত এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

২০০১ ব্যাচের বন্ধুরা সহযোগিতা পাঠাতে
Bkash (persenal) > 01883146061

যোগাযোগে
সুজন > 01883146061
রনি (নুনা দীঘির পাড়) > 01830091677

error: Content is protected !!