এসো হে

চর্যা পদ ভাষা ভাষি তোমাকে খোঁজছে —–

স্ব ভাষায় কথা বলবো মাথা উচু করে বাঁচবো

আমার দাবি সবার দাবি – দেশ বাসিকে জানিয়ে দিবো

ভদন্ত / সুধী,

বাংলাদেশের ঐতিহাসিক উত্তরবঙ্গের জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, অঞ্চল নিয়েই পুত্র বর্ধন ও বরেন্দ্র এলাকা। বাংলাদেশের প্রাচীন ইতিহাসে সত্রা উত্তরবঙ্গের বসবাসকরীরাই ছিল চর্যাপদ ভাষাভাষি বা বৌদ্ধ সমপ্রদায়ে অন্তর ভুক্ত। যা প্রমান মেলে পাল রাজা বা বৌদ্ধ ঐতিহ্যের অপূর্ব নিদর্শনের মধ্যে। যেমন বগুড়া মহাস্থানগড় সােমপুর পাহাড়পুর জগদ্দল, দিনাজপুরের সীতাকোট, জয়পুরহাটে পাথরঘাটা বৌদ্ধ বিহার সহ প্রায় ৩২ টির মত বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব বিভাগের খনন কার্যের ফলে আবিষ্কৃত হয়। সেই সুবাদে ইতিহাস বলে উত্তরবঙ্গে যত আদি বাসীঙ্গা আছে তারাই আদি চর্যাপদ ভাষাভাষি বা মুল বংশপর। ইতিমধ্যে ২০০৮ সালে সুশীলপ্রিয় ভিক্ষু কর্তৃক জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আটাপুর ইউনিয়নের ঐতিহাসিক পাথরঘাটা বৌদ্ধ বিহার সংলগ্ন উচাই উপসংঘরাজ ড, জনশ্রী প্রাথমিক বিদ্যালয়, এবং উচাই উপসংঘরান্স ড, জ্ঞানশ্রী সুশীলপ্রিয় অনলয়। বাংলাদেশ মালে মহাসভা বুলি তলা, সরকারী বৌদ্ধ ধর্মীয় প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও বিদ্দর্শন শিক্ষা কেন্দ্র ভিত্তি প্রস্তর করেন জনাব এস এম সােলাইমান আলি-জেলা পরিষদ, জয়পুরহাট। আগামী ৩০ হতে ৩১ মার্চ ২০২০ খ্রিঃ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক উত্তরবঙ্গ আদিবাসী জাতীয় মহাসম্মেলন স্ব ভাষায় বলবাে মাথা উঁচু করে বাঁচবাে। এই সম্মেলন উপলক্ষে ২ দিন ব্যাপি নেশা, নবেল করােনা ভাইরাস, বাল্যবিবাহ, মাতা-পিতার প্রতি নির্যাতন রােধ বিষয় ভিত্তিক বির্তক প্রতিযোগিতা। ৩০ জনকে এমন ধর্মে দিক্ষিত করা হবে, ২০০০ জন গরীব অসহায়দের মাঝে গাছ, বন্ধ, ৰালটি দান করা হবে। নিজ সংস্কৃতির মাধ্যমে প্রতিযােগিতা মনোজ্ঞ সংগীত পরিবেশন করবেন কণ্ঠ শিল্পী দিলীপ কুমার ও স্ব স্ব ভাষায় স্ব জাতিগন। সরাসরি সম্প্রচার করা হলে মাল্যে টিভি বিডি মাধ্যমে। এহেন মহাসম্মেলনে গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় এমপি ও রাষ্ট্র প্রতিনিধিগন সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশের উত্তর বঙ্গের জন্মজাত ভিক্ষুসংঘ সহ বিভিন্ন দাতা গোষ্ঠি গনের উপস্থিতিতে উত্তর বঙ্গের অত্র অঞ্চল আনন্দলােক উদ্ভাসিত হবে আশা করি। এই সম্মেলনে আপনাদের উপস্থিতি কায়িক বাচনিক আর্থিক ও সার্বিক সহযােগিতা একান্তভাবে কামনা করছি।

নিবেদক – সােমানন্দ ভিক্ষু এবং সুশীলপ্রিয় ভিক্ষু ।

পথ পরিচিতি ঃ চট্টগ্রাম কর্ণেলহাট শ্যামলী কাউন্টার হতে দিনাজপুরের গাড়ী যােগে পাঁচবিবি তিন মাথার মােড়ে নেমে

                        পূর্ব দিকে উচাই পাথরঘাটা খামার বাড়ী, আটাপুর, পাঁচবিবি, জয়পুরহাট, বাংলাদেশ।

যোগাযোগঃ 01736-292627 ।

error: Content is protected !!