ভদন্ত/সৌম্য,

“সৎ কর্মই মানব কল্যাণের মূল ব্ৰত”

আগামী  ১২ জুলাই, রোজ শুক্রবার, বেলা ৩ ঘটিকায় , পিঙ্গলা সার্বজনীন বিহার প্রাঙ্গণে , মি, স্নেহাশীষপ্রিয় বড়ুয়া ও শ্রীমতি শুক্লা বড়ুয়া (আমেরিকা প্রবাসী) র পৃষ্ঠপােষকতায় ধর্ম শিক্ষাসহ সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা-২০১৯ খি, অনুষ্টিত হতে যাচ্ছে । 

উক্ত পূর্ণময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন  ভদন্ত শ্রদ্ধাতিষ্য স্থবির, বিহারাধ্যক্ষ, পিঙ্গলা সার্বজনীন বিহার । প্রধান ধর্মদেশক হিসেবে থাকবেন ভদন্ত আসিন জিনানন্দ, প্রতিষ্ঠাতা পরিচালক, বেণুবন ভাবনা কুঠির, পাঁচরিয়া , পটিয়া ও প্রধান সমন্বয়কারী, সদ্ধর্ম শিক্ষাসহ সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচী, পিঙ্গলা সার্বজনীন বিহার । ধর্মদেশক হিসেবে ভদন্ত সংঘপাল ভিক্ষু, উপাধ্যক্ষ, পিঙ্গল সার্বজনীন বিহার । 

 উক্ত মহাপুণ্যানুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আপনাদের সাহায্য সহযােগিতা ও অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণসহ সবান্ধব উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।

নিবেদক

পিঙ্গলা সার্বজনীন বিহারের দায়ক-দায়িকা ও পিঙ্গলা গ্রামবাসী ।

error: Content is protected !!