ভদন্ত শীলানন্দ স্থবির মহােদয়ের ২১তম শুভ উপসম্পদা দিবস উদযাপন

ভদন্ত/সৌম্য,

একবিংশ শতাব্দীর বিশ্বশান্তির মূর্ত প্রতীক, বুদ্ধ শাসনের আলােকবর্তিকা,ক্ষণজন্মা আধ্যাত্মিক মহাপুরুষ, ধুতাঙ্গ ধারায় প্রাণিত পুদ্গল, ত্রিলােক পূজ্য আৰ্য্যশ্রাবক, প্রতিসম্ভিদাসহ ষড়াভিজ্ঞা অহৎ ‘অনুবুদ্ধ’ পরম কল্যাণমিত্র ভদন্ত শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে) মহােদয়ের ২১তম শুভ উপসম্পদা দিবস আগামী ২৬ জুন ২০১৯ ইং রোজ বুধবার হাইদচকিয়া গ্রামবাসী কর্তৃক আয়োজিত হাইদচকিয়া বিহার প্রাঙ্গনে অনুষ্টিত হবে । উক্ত পূর্ণময় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত এস.এম সংঘরত্ন মহাস্থবির | অধ্যক্ষ, হাইদচকিয়া গৌতমাশ্রম বিহার, ফটিকছড়ি। এবং একক সদ্ধর্মদেশক হিসেবে থাকবেন ভদন্ত শীলানন্দ স্থবির (ধুতাঙ্গ ভান্তে) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাবু সম্পদ বড়ুয়া।মাননীয় সচিব, মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়, বঙ্গভবন, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, গণভবন, ঢাকা। এবং ৫ জনাব এ.কে.এম ছরােয়ার হােসেন স্বপন।সম্মানিত চেয়ারম্যান, ৬নং পাইন্দং ইউনিয়ন পরিষদ, ফটিকছড়ি।

উক্ত মহাপুণ্যানুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আপনাদের সাহায্য সহযােগিতা ও অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণসহ সবান্ধব উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।

নিবেদক

হাইদচকিয়া গ্রামবাসী, ফটিকছড়ি, চট্টগ্রাম।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!