যিনি বুদ্ধ, ধর্ম, সংঘের উপাসনা করেন, অর্থাৎ ত্রিরত্নের শরনাগত, তথাগত নির্দেশিত গৃহী শীল পালন করেন, তিনি উপাসক নামে খ্যাত, উপাসকের দশবিধ গুণ আছে।

১) যিনি উপাসক তিনি ভিক্ষু সংঘের সুখী হবে, দুঃখের দুঃখী হবেন।
২) ধর্মকে অধিপতি রুপে গ্রহণ করবেন।
৩) সর্বদা যথাশক্তি দানে রত থাকবেন।
৪) বু্দ্ধ শাসনের পরিহানী মূলক কিছু দেখলে তা প্রতিকার করেশাসনের উন্নতির জন্য কাজ করেন।
৫) সম্যক দৃষ্টি সম্পন্ন হয়ে এবং মিথ্যাদৃষ্টি পরিত্যাগ করবেন।
৬) জীবনান্তে ( মরে গেলে) ও অন্য ধর্ম গ্রহণ করবেন না।
৭) কায়িক, বাচনিক ও মানসিক দ্বার সুসংযত করবেন।
৮) সর্বদা বু্দ্ধ, ধর্ম ও সংঘের শরণাপন্ন থাকবেন।
যে মানব এই দশবিধ গুণ প্রতিষ্ঠিত থাকবে, তিনি কখনো চারি অপায়( নরক, প্রেত তির্য্যক, অস্তর) গমন করবে না।

#লেখাটি  Nirghum Sepi  কর্তৃক facebook পোস্ট থেকে সংগ্রহ করা হয়েছে । 

 

error: Content is protected !!