বুদ্ধগয়ায় যায়  সম্পূর্ণ বিনামূল্যে এ ২২শে ফেব্রুয়ারী থেকে ৪ই মার্চ ২০১৯ইং

বুদ্ধগয়ায় যায় সম্পূর্ণ বিনামূল্যে এ ২২শে ফেব্রুয়ারী থেকে ৪ই মার্চ ২০১৯ইং

সুধী,

নিশ্চয় জেনে খুশি হবেন যে ১০জন কুলপুত্রকে ভারতের বুদ্ধগয়ার বালনে মহাবােধি বৃক্ষের নীচে প্রব্রজ্যা নিয়ে ১০ দিন ধ্যান কর্মশালার আয়োভন করা হয়েছে। ১০জন প্রব্রজ্যার্থীকে অষ্টপরিষ্কার, যাতায়াত ভাড়া, খাওয়া-দাওয়া, পানীয় সব ধরণের খরচ চন্দনাইশ ফতেনগর গ্রামের বাৰু বিদ্যুৎ বড়ুয়া ও সহধর্মিনী শ্রীমতি বীনা রাণী বড়ুয়া দান করছেন। তাই বুদ্ধগয়া ভ্রমণ এবং সব ধরণের খরচ সম্পূর্ণ বিনামূল্যে। আসা-যাওয়া অবশ্যই এসিযুক্ত প্রথম শ্রেণীর কোচ থাকবে। শুধুমাত্র পাসপাের্ট ও ভিসা নিজ খরচে করতে হবে। প্রয়োজনে এ ব্যাপারে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রাম সভাপতি বাবু সীমান্ত বড়ুয়ার হতে পরামর্শ নিতে পারেন। মােবাইল- ০১৮১৯৭০৫২০৩। সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণের সেবক-সেবিকাদের একটি বিশেষ টিম যাবে। বিনামূল্যে প্রব্রজ্যার্থীদের যারা বুদ্ধগয়ায় যাওয়া দূর্লভ সুযোগ লাভ করবেন তাদের বয়স ২৫ থেকে ৫০ এর মধ্যে এবং যারা আগে কখনও বুদ্ধগয়ায় যাওয়ার সুযােগ হয়নি তারাই উক্ত সুযােগ লাভের ধন্য হবেন এবং আমাদের ভোটের বাইরে যারা উক্ত টিমে অংশগ্রহণ করতে চান তারা নিজের টাকায় নিভোর হাতে খরচ করে যেতে পারেন। আমাদের সাথে এবং মেডিটেশন কোর্সে অংশ গ্রহণ করতে পারেন। বুদ্ধগয়ায় দূর্লভ বুদ্ধত্ব লাভের স্থানে বুদ্ধগয়ায় বাসন মহাবােধি বৃক্ষের নীচে বালনের এবং বুদ্ধত্ব লাভের ঐতিহাসিক তাৎপর্য এবং মেডিটেশনে। কলাকৌশল সম্পর্কে মূল্যবান সদ্ধর্ম দেশনা করবেন কল্যাণমিত্র শ্রদ্ধেয় ডিনপাল ভান্তে। মেডিটেশন চলাকালীন বিকাল বেলা সুন্দর সময়ে এই প্রেগ্রামটা বাংলাদেশী বৌদ্ধদের জন্য সর্বপ্রথম। বাংলাদেশী বৌদ্ধ জনগণের আগ্রহ দেখালে এমন ধরণের প্রোগ্রাম আরাে করার ইচ্ছা করি। আমরা সুন্দর যা নিজ, অপরের বিমুক্তির সহায়ক সেবামূলক কাভা তে পছন্দ করি ২২শে ফেব্রুয়ারী বিকাল বেলা সদ্ধর্ম বিদর্শন ভবনা পরিবেণে এসে হাজির হবেন এবং পরিবেণ থেকে বুদ্ধগয়ার উদ্দেশ্যে রওনা হব। বিঃ দ্রঃ কলামিত্র শ্রদ্ধেয় ভিনপাল ভান্তে এবারে ২০১৮ইং ভিক্ষু ভবনে ২০ বর্ষা বুদ্ধগয়ায় উাপন করেন সেখানে বিশ্বের বৌদ্ধ দেশের ছেলেরা। বুদ্ধগয়ায় এসে বাসনে মহাবােধির নীচে প্রব্রজ্যা নিয়ে ধ্যান অনুশীলন এবং তাদের দেশীয় ভান্তেদের মুখে বুদ্ধগয়ার তাৎপর্য সম্পর্কে দেশনা শ্রবণ করতে দেখে স্বভাতির প্রতি তার মমতুৰােধ জাগে এবং স্বাতি ছেলেদের এমন পবিত্র স্থানে প্রব্রজ্যা দিয়ে ধ্যান অনুশীলন ধর্মশিক্ষা দিয়ে সুন্দর নাগরিক হিসাবে গড়ে তােলা। অন্যরা যখন পারে আমরা কেন নয়? এমন দৃঢ় সঞ্চয় নিয়ে দেশে ফিরেন এবং এ বিষয় তার ভক্ত ভাবনা পরিবেণের মেডিটেটর অন্যতম সেবক বাবু বিদ্যুৎ বড়ুয়ার সাথে শেয়ার করেন। তিনি তা শ্রবণে তৎক্ষণাৎ অনুমোদন করেন এবং ভান্তের ইচ্ছানুযায়ী ১০ জনের সম্পূর্ণ খরচ দান হিসাবে বহন তে শ্রদ্ধা অশ্রহের সহিত ব্যক্ত করেন। আমরা বার বিদ্যুৎ বড়ুয়া ও তার পরিবারবর্গের নিরোগ-লীর্ঘায় জীবন। কামনা করি। উক্ত ভ্রমণ মেডিটেশন কোর্স এবং মহাবোধি নীচে সমাপনী সংঘদান বাৰু বিদ্যুৎ বড়ুয়ার বাবা প্রয়াত মানবেন্দ্রলাল বড়ুয়া ও স্বর্গীয় মাতা দীপ্তিমী বড়ুয়া এবং প্রয়াত জাতী স্বজনের উদ্দেশ্যে উৎসর্গকৃত। বাবু বিদ্যুৎ বড়ুয়া, তার পরিবারবর্গ আমাদের সাথে বুদ্ধগয়ায় যাচ্ছেন এবং তিনি তার নিজের হাতে তার সানের টাকা খরচ করবেন। ব্যবস্থাপনা । সেবক-সেবিকাবৃন্দ সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণ। চন্দনাইশ পৌরসভা সদর, চট্টগ্রাম। বিস্তারিত জানতে ভদন্ত মৈত্রীপাল ভিক্ষু, সদ্ধর্ম বিদর্শন ভাবনা পরিবেণ # ০১৮২৬৫৩৮৪১২ ভদন্ত মুদিতাপাল ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার, উত্তরা, ঢাকা। ০১৭৯৭৪৪১০০৬ ভদন্ত ধর্মপাল ভিক্ষু, সম্মাদিঠি ফরেষ্ট মেডিটেশন সেন্টার : ০১৮৬৯৪২২১৪৬ পরিবেণের মেডিটেটর, বাবু প্রমােদ রঞ্জন বড়ুয়া, উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, চন্দনাইশ জোয়ারা বিশম্বর চৌধুরী হাই স্কুল । ০১৮১৯৬৪০১৯৬ পরিবেণের মেডিটেটর, বাৰু বিজয়ানন্দ বড়ুয়া, প্রধান শিক্ষক, উপজেলা ভিত্তিক শ্রেষ্ঠ বিদ্যালয় কাশেম মাহবুব উচ্চ বিদ্যালয়, চন্দনাইশ । ০১৮১৩৩৮৫৮৫৬ পরিবেণের মেডিটেটর, প্রভাষক ধীমান বড়ুয়া, বিজিসি ট্রাষ্ট । চেয়ারম্যান স্বপ্নযাত্রা ফাউন্ডেশন : ০১৮১৫২০০৯৩৬ ব্যাংকার রিপন বড়ুয়া, ০১৮১৫৫২১৮২৮

error: Content is protected !!