পুরাকালে বারাণসি রাজা ব্রম্মদত্তের সময় বোধিসত্ত্ব এক ব্রাহ্মণকুলে জন্মগ্রহন করে ঋষিপ্রবজ্যা গ্রহন করেন।
একদিন লবণ ও অম্ল সংগ্রহের জন্য তিনি বারাণসিতে উপস্থিত হলেন। পরদিন তিনি ভিক্ষার জন্য নগরে গেলেন। একদিন এক সঙ্গতি সম্পন্ন লোক বোধিসত্ত্বের জ্ঞান পরীক্ষা করার অভিপ্রায়ে তাঁকে তার বাড়িতে নিয়ে গেলেন। তারপর একটা আসন দেখিয়ে বস্তে বলল। তারপর মাছ মাংস প্রভৃতি রান্না করে তাঁকে ভোজন করাল। পরে একপাশে বসে বলতে লাগল, আপনার উদ্দেশ্যেই প্রাণী বধ করে এই মাংস সংগ্রহ করা হয়েছিল। অতএব এতে যে পাপ হয়েছে তা আপনার, আমার নয়।

বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে বললেন, দুরাচারগণ তাঁকে মাংস দিতে পারে। কিন্তু অতিথি যদি প্রজ্ঞাবান হন তাহলে তাতে যে পাপ হয় তা তাঁকে স্পর্শ করতে পারে না।

বোধিসত্ত্ব এই কথা বলে গৃহস্থকে উপদেশ দিয়ে আসন থেকে উঠে প্রস্থান করলেন।

সুত্র ঃ জাতকসমগ্র

error: Content is protected !!