রাজকুমার সিদ্ধার্থের বংশ পরিচয়
————————————————–
পিতৃকুল —-শাক্য বংশ
——————————
১। জয়সেন – সন্তান- পুত্র -১ জন ও কন্যা -১ জন।
পুত্র – সিংহহনু, কন্যা – যশােধরা ( অঞ্জনের স্ত্রী)।
২। সিংহহনু স্ত্রী – কচ্চায়না (দেবদহের কন্যা)।
সন্তান – পুত্র – ৪ জন ও কন্যা – ২ জন।
পুত্র – ৪ জন ( সিংহহনু)
ক। শুদ্ধোদন – স্ত্রী – ২ জন।
১। মহামায়া — অঞ্জনের কন্যা।
২। মহাপ্রজাপতি গৌতমী – অঞ্জনের কন্যা। প্রব্রজিত।
সন্তান – ২ পুত্র ও ১ কন্যা।
পুত্র – ২ জন ( শুদ্ধোদন)
১। সিদ্ধার্থ – মহামায়ার সন্তান।
স্ত্রী – যশােধরা – সুপ্রবুদ্ধের কন্যা। প্রব্রজিত।
সন্তান – পুত্র -১ জন।
পুত্র – রাহুল। প্রব্রজিত।
২। নন্দ – মহাপ্রজাপতি গৌতমীর সন্তান। প্রব্রজিত।
কন্যা -১ জন ( শুদ্ধোদন)
১। সুন্দরী নন্দা – মহাপ্রজাপতি গৌতমীর সন্তান। প্রব্রজিত।
খ। ধােতদন – নিঃসন্তান।
গ। শুক্লোদন – সন্তান – পুত্র – ২ জন।
১| অনুরুদ্ধ – প্রব্রজিত।
২| মহানাম।
ঘ। অমিতােদন – সন্তান – পুত্র -১ জন।
১। আনন্দ – প্রব্রজিত
কন্যা – ২ জন (সিংহহনু)
ক। অমিতা – সন্তান – পুত্র -১ জন।
১। তিসস – প্রব্রজিত।
খ। প্রমিতা – সুপ্রবুদ্ধের স্ত্রী।
মাতৃকুল – কোলিয় বংশ
————————————
১। দেবদহ – সন্তান – পুত্র –১ জন ও কন্যা – ১ জন।
পুত্র – অঞ্জন, কন্যা – কচ্চায়না ( সিংহহনুর স্ত্রী)।
২। অঞ্জন – স্ত্রী – যশােধরা (জয়সেনের কন্যা)।
সন্তান – পুত্র – ২ জন ও কন্যা – ২ জন।।
পুত্র – ২ জন (অঞ্জন)
ক। সুপ্রবুদ্ধ – স্ত্রী – প্রমিতা (সিংহহনু কন্যা)।
সন্তান – পুত্র -১ জন ও কন্যা -১ জন।
পুত্র -১জন (সুপ্রবুদ্ধ)
১। দেবদত্ত – প্রব্রজিত।
কন্যা – ১ জন (সুপ্রবুদ্ধ)
১। যশােধরা – সিদ্ধার্থের স্ত্রী। প্রব্রজিত।
খ। দনগুপানি – নিঃসন্তান।
কন্যা -২ জন (অঞ্জন)
ক। মহামায়া – শুদ্ধোদনের স্ত্রী।
খ। মহাপ্রজাপতি গৌতমী – শুদ্ধোদনের স্ত্রী।
# তথ্যসূত্র ঃ- মহামুনি সম্যক সম্বুদ্ধ ( http://ms-sambuddha.com )