লক্ষ শহীদের মাঝে বৌদ্ধ যারা
ধর্মবিরীয় ভিক্ষু
স্বাধীনতা সংগ্রামে অনেক বৌদ্ধ যুবক অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছে, অনেকে শহীদ হয়েছে, অনেকে নিখোঁজ হয়েছে; লুন্ঠিত হয়েছে বৌদ্ধদের ধন সম্পদ, অগ্নিদগ্ধ হয়েছে হাজার হাজার ঘর-বাড়ী; নিগৃহীত হয়েছে, লাঞ্ছিত ও ধর্ষিত হয়েছে শত শত বৌদ্ধ তরুণী। এসব অত্যাচার নিপীড়ন থেকে গৈরিক বসনধারী বৌ্দ্ধ ভিক্ষুরাও রেহাই পাননি। অনেক বিহার লুণ্ঠিত হয়েছে, অপহৃত হয়েছে বহু মূল্যবান বৌদ্ধ মূর্তি। অনেক বৌদ্ধ জনসাধারণ আত্ম রক্ষার জন্য আশ্রয় গ্রহণে বাধ্য হয়েছে পার্শ্ববর্তী দেশে।
বাংলাদেশের মুক্তি সংগ্রামে বৌদ্ধদের গৌরবময় আত্মত্যাগের ইতিহাস এখনো রচিত হয়নি। বাংলাদেশের মুক্তি আন্দোলনে বৌদ্ধদের বীরত্বপূর্ণ ভুমিকা ও আত্মত্যাগের সঠিক ইতিহাস প্রকাশিত হলে বৌদ্ধ সম্প্রদায় এবাং ভবিষ্যৎ প্রজন্ম নিঃসন্দেহে আত্মশ্লাঘা বোধ করবে।মহান মুক্তিযুদ্ধে শহীদ কিংবা পাক-সেনা ও রাজাকার-আলবদর কর্তৃক নিহত শহীদ বৌদ্ধদের সংক্ষিপ্ত তালিকা ড. দীপংকর শ্রীজ্ঞান বড়ুযা রচিত “বাঙালি বৌদ্ধদের ইতিহাস ধর্ম ও সংস্কৃতি, পৃ: ২০৭-২০৯ অবলম্বনে সকল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে উপস্থাপন করছে দি বুড্ডিস্ট টাইমস ।
জিনানন্দ ভিক্ষু গ্রাম- আঁধারমানিক, রাউজান, চট্টগ্রাম। (তিনি পটিয়া থানার পাঁচরিয়া গন্ধকুট বুদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন)। সুধীর বড়ুয়া, পিতা-মৃত নীরেন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- আবুরখীল, রাউজান, চট্টগ্রাম।(ইপআর বাহিনীতে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন এবং শহীদ হন)। পংকজ বড়ুয়া, পিতা-সুরেন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- হিংগলা, রাউজান, চট্টগ্রাম। (সম্মুখ যুদ্ধে শহীদ হন)। বিকাশ বড়ুয়া, পিতা- দ্রোন কুমার বড়ুয়া, গ্রাম- খৈয়াখালী, রাউজান, চট্টগ্রাম। শুক্লধর বড়ুয়া, গ্রাম- দমদমা, মিরশ্বরাই, চট্টগ্রাম। মৃনাল কান্তি বড়ুয়া, গ্রাম- জোরাল গঞ্জ, মিরশ্বরাই, চট্টগ্রাম। দুলাল কান্তি বড়ুয়া, গ্রাম- হিংগলা, রাউজান, চট্টগ্রাম। ঝুন্টু বড়ুয়া, পিতা- অর্জুন বড়ুয়া, গ্রাম- আঁধারমানিক, রাউজান, চট্টগ্রাম।।আনন্দ প্রসাদ বড়ুয়া, গ্রাম- আবুরখীল, রাউজান, চট্টগ্রাম। বাগীশ্বর বড়ুয়া, গ্রাম- আবুরখীল, রাউজান, চট্টগ্রাম। ( তিনি কাপ্তাই পরিকল্পনা উচ্চ বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক ছিলেন)। আনন্দ বড়ুয়া, গ্রাম- পারুয়া, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম। মৃনাল কান্তি বড়ুয়া, পিতা- সতীশ চন্দ্র বড়ুয়া, সোনাপাহাড়, মিরশ্বরাই, চট্টগ্রাম। দীপক বড়ুয়া, পিতা- মৃত বিজয়শ্রী বড়ুয়া, এনায়েত বাজার, চট্টগ্রাম। (প্রথম বৌদ্ধ শহীদ) রমেশ বড়ুয়া, গ্রাম- গহিরা, রাউজান, চট্টগ্রাম। উমেশ বড়ুয়া, গ্রাম- গহিরা, রাউজান, চট্টগ্রাম। বীরবাহু বড়ুয়া, গ্রাম- করলডাঙ্গা, পটিয়া, চট্টগ্রাম। সুমতি রঞ্জন বড়ুয়া, গ্রাম- শাকপুরা, বোয়লখালী, চট্টগ্রাম। ধূর্জটি প্রসাদ বড়ুয়া, গ্রাম- শাকপুরা, বোয়লখালী, চট্টগ্রাম। রমেশ চন্দ্র বড়ুয়া, গ্রাম- শাকপুরা, বোয়লখালী, চট্টগ্রাম। সুনীল বড়ুয়া, গ্রাম- বৈদ্যপাড়া, বোয়ালখালী চট্টগ্রাম।বিভূতি বড়ুয়া, গ্রাম- বেতাগী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।।শশাংক বড়ুয়া, গ্রাম- রামু মেরেংলোয়া, রামু, কক্সবাজার, মনোরঞ্জন বড়ুয়া, পিতা-বিপিন সিংহ, গ্রাম- আলিশ্বর লাকসাম, কুমিল্লা, মিলন বড়ুয়া, মোগলটুলি বড়ুয়া পাড়া, চট্টগ্রাম, মনীন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার, শশী কুমার বড়ুয়া পিতা-মৃত সীননাথ বড়ুয়া, কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ক্ষীরোধ মোহন বড়ুয়া, গ্রাম- মানিকপুর, চকরিয়া, কক্সবাজার,সুশীল বড়ুয়া, গ্রাম- বৈদ্যপাড়া, বোয়ালখালী, চট্টগ্রাম। বিজয় রতন বড়ুয়া, গ্রাম- দমদমা, মিরশ্বরাই, চট্টগ্রাম। মনোহরি বড়ুয়া, গ্রাম- মায়ানী, মিরশ্বরাই, চট্টগ্রাম। রাসবিহারী বড়ুয়া, গ্রাম- মায়ানী, মিরশ্বরাই, চট্টগ্রাম। যোগেশ চন্দ্র বড়ুয়া, গ্রাম- মায়ানী, মিরশ্বরাই, চট্টগ্রাম। সুধাংশু বড়ুয়া, গ্রাম- মায়ানী, মিরশ্বরাই, চট্টগ্রাম। নাইদাবাসী বড়ুয়া, গ্রাম- মায়ানী, মিরশ্বরাই, চট্টগ্রাম। বেনীমাধব বড়ুয়া, গ্রাম- জোবরা, হাটহাজারী, চট্টগ্রাম। দেবাশোক বড়ুয়া, গ্রাম- মোগলটুলী, চট্টগ্রাম। মিলন বড়ুয়া, গ্রাম- পাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম। নীরদ বরন বড়ুয়া, গ্রাম- পাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম। রুপায়ন বড়ুয়া, গ্রাম- নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম। বাদল বড়ুয়া, গ্রাম- পাহাড়তলী, রাউজান, চট্টগ্রাম। ভট্ট বড়ুয়া, পিতা-কালীধন বড়ুয়া, উখিয়া, কক্সবাজার। দীপক বড়ুয়া, গ্রাম- আবদুল্লাপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম। জ্ঞানেন্দ্র বড়ুয়া (সদরঘাট), গ্রাম- রাউজান, চট্টগ্রাম। সুধাংশু বড়ুয়া, গ্রাম- হাইদচকিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম। কামিনী বড়ুয়া, গ্রাম- রামু, কক্সবাজার। জীবন বড়ুয়া, গ্রাম- কৌশল্যার বাগ, কোমলগঞ্জ, নোয়াখালী। টুনু বড়ুয়া, গ্রাম- কৌশল্যার বাগ, কোমলগঞ্জ, নোয়াখালী। বীরেন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- কৌশল্যার বাগ, কোমলগঞ্জ, নোয়াখালী। চারুবালা বড়ুয়া, গ্রাম- আবুরখীল, রাউজান, চট্টগ্রাম।সারদা বড়ুয়া, গ্রাম- গহিরা, রাউজান, চট্টগ্রাম। ভবেশ চন্দ্র বড়ুয়া, পিতা- মৃত বিপিন চন্দ্র বড়ুয়া, গ্রাম- ছাদেকনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম। বুদ্ধ কিঙ্কর বড়ুয়া, গ্রাম- দমদমা, মিরশ্বরাই, চট্টগ্রাম। সুকোমল বড়ুয়া, রাঙ্গামাটি। রূপায়ন বড়ুয়া ( ৮ বছরের বালক) গ্রাম- গুজরা নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম। সুধীর রঞ্জন বড়ুয়া, কর্ণফুলী পেপার মিল, চন্দ্রঘোনা।
যারা নিখোঁজ হয়ে আর ফিরে আসেনি
সুপতি রঞ্জন বড়ুয়া, গ্রাম- রাউজান, চট্টগ্রাম। সঞ্চয় বড়ুয়া, গ্রাম- রাউজান, চট্টগ্রাম। প্রভাস কুসুম বড়ুয়া (চ,বি, এর প্রকৌশলী) গ্রাম- ইছামতি, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। চিত্তরঞ্জন বড়ুয়া, গ্রাম- জোয়ারা, চন্দনাইশ, চট্টগ্রাম। তড়িৎ কান্তি বড়ুয়া, গ্রাম- রাউজান, চট্টগ্রাম। হীরেন্দ্র লাল বড়ুয়া, চন্দ্রঘোনা কাগজের মিলে কর্মরত ছিলেন। পরাগ বড়ুয়া, গ্রাম- সাতবাড়িয়া, চন্দনাইশ, চট্টগ্রাম। ধর্মদর্শী বড়ুয়া, টি এন্ড টিতে চাকুরীরত ছিলেন। সুবিমল বড়ুয়া, টি এন্ড টিতে চাকুরীরত ছিলেন। সুনীল মুৎসুদ্দী, আওয়ামী লীগের রাঙ্গামটি থানা কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। চিত্ত রঞ্জন বড়ুয়া, গ্রাম- রাউজান, চট্টগ্রাম। ভবেশ বড়ুয়া, গ্রাম- জানারখীল, ফটিকছড়ি, চট্টগ্রাম। নিপুল কান্তি বড়ুয়া, ইলিয়াস বিল্ডিং, চকবাজার, চট্টগ্রাম। সত্যরঞ্জন বড়ুয়া, গ্রাম- রাউজান, চট্টগ্রাম। বিধূভূষণ বড়ুয়া, গ্রাম- মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম। রমেশ চন্দ্র বড়ুয়া, গ্রাম- মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম। সুভাষ বড়ুয়া, গ্রাম- মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম।বঙ্কিম বড়ুয়া, গ্রাম- মাদার্শা, হাটহাজারী, চট্টগ্রাম। ননীগোপাল বড়ুয়া, গ্রাম- লাখেরা, পটিয়া, চট্টগ্রাম। নীলকমল বড়ুয়া, গ্রাম- কধুরখীল, বোয়ালখালী, চট্টগ্রাম। মৃনাল বড়ুয়া, গ্রাম- দমদমা, মিরশ্বরাই, চট্টগ্রাম। ভূপেন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- চান্দগাঁও, চট্টগ্রাম। সুরেন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- চান্দগাঁও, চট্টগ্রাম। তপন কুমার বড়ুয়া, গ্রাম- চান্দগাঁও, চট্টগ্রাম। মনীন্দ্র লাল বড়ুয়া, গ্রাম- চান্দগাঁও, চট্টগ্রাম। সমীরণ বড়ুয়া, গ্রাম- পান্থশালা, মিরশ্বরাই, চট্টগ্রাম। হিমাংশু বড়ুয়া, গ্রাম- বরমা, চন্দনাইশ, চট্টগ্রাম। সঞ্চয় ভূষণ বড়ুয়া, বন্দরে চাকুরীরত ছিলেন। হীরেন্দ্র লাল বড়ুয়া, বন্দরে চাকুরীরত ছিলেন। এস. আর. বড়ুয়া, বন্দরে চাকুরীরত ছিলেন। ভি, পি বড়ুয়া, বন্দরে চাকুরীরত ছিলেন। বি, এস বড়ুয়া, বন্দরে চাকুরীরত ছিলেন।
এছাড়া বাংলাদেশের মুক্তি সংগ্রামে বৌদ্ধ নেতৃবৃন্দ প্রধানত দুইভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। প্রথমত দেশের অভ্যত্বরে বৌদ্ধদের জান মাল রক্ষায় প্রয়াত মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের নেতৃত্বে আভ্যন্তরীণ মিশনারী কাজ, দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠনে সংঘরাজ পণ্ডিত জ্যোতিঃপাল মহাথেরর বৌদ্ধদেশ পরিভ্রমণ।
লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এ বিজয়, এ স্বাধীনতা। বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে- এমন ¯স্বপ্ন নিয়েই আজ বিজয় দিবস পালন করতে যাচ্ছে গোটা জাতি। বিজয়ের এ দিনে সবার অঙ্গীকার সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। যেসব বৈষম্য থেকে স্বাধীনতার জন্ম সেই বৈষম্যগুলো থেকে এ জাতি বেরিয়ে আসতে আবার দৃঢ় প্রত্যয় নেবে আজ।
[বিদ্রঃ আমরা অকপটে স্বীকার করছি যে, এ তালিকা বা বিবরণ কোনক্রমেই পূর্ণাঙ্গ নয়, আরো বহু বৌদ্ধ শহীদ আছে যাদের তথ্য আমাদের জানা নেই। এ জন্যে আরো বহু তথ্য সংগ্রহের যেমন অবকাশ রয়েছে তেমনি বস্তুনিষ্ঠ গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে পরিপূর্ণ ইতিহাস রচনারও প্রয়োজননীয়তা রয়েছে।]
তথ্যসুত্রঃ দি বুড্ডিষ্ট টাইমস