দুল্লভো পরিসাজঞঞো নসো সব্বত্থ জায়তি,

য়ত্থ সো জায়তি ধীরো তং কুলং সুখমেধতি।।

জগতে পুরুষ রত্নের আবির্ভাব বড়ই দুর্লভ।

সেরূপ রত্ন সর্বত্র জন্মগ্রহণ করেন না। সে বিরল ক্ষণজন্মা পুরুষ যখন জন্মগ্রহণ করেন, তখন একটি আলোক শিখার মত তাঁর মহিমা চতুর্দিকে পরিব্যাপ্ত হয়। এরকম পুরুষের আগমনে জ্ঞাতি, সমাজ, দেশ হয় ধন্য, কুল হয় পবিত্র। সেরূপ ধর্মের এক উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন শ্রীমৎ উ পঞঞা জোত মহা‌থের (গুরুভন্তে) । বলছি না ফেরার দেশে চলে যাওয়া উছলা ভান্তে তথা গুরু ভান্তের কথা । উল্লেখ্য, উপঞঞাজোত মহাথেরো ১৯৫৫ সালের ২২ ডিসেম্বর বান্দরবান পার্বত্য জেলার রাজপরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি, ১৯৮২ সালে এলএলএম এবং ১৯৮৩ সালে বিসিএস পাস করেন। বিসিএস ক্যাডার হিসেবে তিনি সিনিয়র ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ শুরু করেন। মাত্র ১২ বছর তিনি কর্মজীবনে ছিলেন। তিনি যদি চাইতেন এতদিন রাজ সিংহাসনে বসে রাজা হতেন কিংবা বিচার বিভাগের সর্বোচ্চ বিচারপতি হতে পারতেন। কিন্তু ক্ষমতার এই লোভ,মোহ তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারেনি। এই লক্ষ্যে ১৯৯৫ সালের ৭ জুন চিংম্রং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ উপন্ডিত মহাথের কাছে প্রব্রজ্যা গ্রহণ (গৃহজীবন ত্যাগ) করে সমাজ ও মানুষের কল্যাণে নিয়োজিত হন। এর ছয় মাস পরই পবিত্র মাঘী পূর্ণিমার দিনে তিনি উপসম্পদা (ভিক্ষুত্ব) গ্রহণ করেন । অধপতিত অসহায় দুঃখী বৌদ্ধদের উদ্ধারকল্পে এই অপ্রতিরুপ দেশে তিনি বুদ্ধের ধ্বজা উত্তোলন করে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরন করেন। ২০০২ সালে জুলাই মাসে অনাথ ও দরিদ্রদের জন্য বি হ্যাপি লার্নিং সেন্টার প্রতিষ্ঠা করেন। যেইখানে রীব দুঃখি পাহাড়ি ছেলেদেরকে বিনামূল্য থাকা খাওয়াসহ পড়াশুনা করার সুযোগ করে দিয়েছেন। চাকমা, মারমা ত্রিপুরা, ম্রো, খিয়াং, বম সহ বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী ছেলেরা এই খানে পড়ালেখা করছে। বান্দরবানে তিনি ছয়টির অধিক জাদী প্রতিষ্ঠা করেছেন তার মধ্য বুদ্ধ ধাতু জাদী(স্বর্ণজাদী), রামা জাদী, ক্যমলং জাদী, নন্দগ্রী জাদী, জীনমার জয়ী জাদী উল্লেখযোগ্য । গ্রন্থে লেখা আছে একবার মনে প্রাণে জীবিত বুদ্ধকে পূজা দিচ্ছি মনে করে যদি জাদীতে পূজা দেওয়া তাহলে ৮৪ কল্পকাল সুখ লাভ হয় অর্থাৎ অপায়মুক্ত হয়। অবশেষে বৌদ্ধ সমাজকে কাঁদিয়ে ২০২০ সালের ১৩ এপ্রিল রোজ সোমবার না ফেরার দেশে চলে যান পরম কল্যাণ মিত্র উপাঞঞাজোতা মহাথেরো (গুরু ভন্তে) ।

তথ্যসুত্রঃ নিকোলাস চাকমার ও U Pannya Cakka Thera কর্তৃক ফেইসবুক শেয়ার

error: Content is protected !!