সুধি,
মৈত্রীময় শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করুন।
তারুণ্য নির্ভর সামাজিক সংগঠন আলোকিত বৌদ্ধ যুব সংঘের উদ্যোগে ক্ষুদে এবং কিশোর বন্ধুদের নিয়ে আলোকিত বৌদ্ধ যুব সংঘ ২৯ নভেম্বর শুক্রবার, সরকারী কালাচাঁদপুর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজন করতে যাচ্ছে বৈকালিক সংঘদান, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান এবং চতুর্থ বারের মত বৌদ্ধ শিশু কিশোর উৎসব-২০১৯।
উক্ত অনুষ্ঠানে দেশের বহু বরণ্য-গণ্যমান্য ব্যক্তি বর্গ, শিক্ষাবিদ ও বিদেশী কূটনীতিক বৃন্দ উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এবারের আয়োজনে শিশুদের মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে বলে আশা করছি। উল্লেখ্য যে,আলোকিত বৌদ্ধ যুব সংঘ এবার প্রায় ৩ শত শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন এবং রচনা প্রতিযোগীতার আয়োজন করেছে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আলোকিত বৌদ্ধ যুব সংঘ আলোকিত সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে।
উক্ত মহতি আয়োজনে আপনার/আপনাদের উপস্থিতি কামনা করছি।
নিবেদক
অভিজিৎ বড়ুয়া রিগ্যান বড়ুয়া রিকসন বড়ুয়া
চেয়ারম্যান সভাপতি সাধারণ সম্পাদক