তথাগত বুদ্ধ জীবিত থাকাকালীন সময়, এক ব্রাহ্মণ বুদ্ধের সাক্ষাতে পানীয় নিয়ে জেতবন বিহারে গিয়েছিলেন।
®ব্রাহ্মণ জেতবন বিহারে এসে বুদ্ধের দেহের দিকে তাকিয়ে তথাগত বুদ্ধের পা থেকে মাথা পর্যন্ত বুদ্ধের দেহকে দেখতে লাগলেন।
®বুদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন, ব্রাহ্মণ তুমি এভাবে আমাকে তাকিয়ে কি দেখছো?
®ব্রাহ্মণ বুদ্ধকে বললেন, প্রভু আপনার দেহকে দেখতেছি।
®বুদ্ধ ব্রাহ্মণের কথা শুনে ব্রাহ্মণকে বললেন, ও দেখ দেখ।
®অতঃপর, ব্রাহ্মণ বুদ্ধের দেহকে দেখা শেষ হলে একপাশে গিয়ে বসলেন।
®বুদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন কিহে ব্রাহ্মণ, তুমি কি আমাকে দেখেছো এবং দেখা শেষ হয়েছে কি?
® উত্তরে, ব্রাহ্মণ বললেন হ্যাঁ প্রভু দেখেছি এবং দেখা শেষ হয়েছে।
®বুদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞেস কোরলেন, ব্রাহ্মণ তুমি আমাকে কিরূপে দেখেছো?
® উত্তরে, ব্রাহ্মণ বুদ্ধকে বলতে লাগলেন – বুদ্ধের নয়টি গুন, ধর্মের ছয়টি গুন, সঙ্ঘের নয়টি গুন, মহাপুরুষের বত্রিশ প্রকার লক্ষন, বুদ্ধ গণের ১০টি বর ইত্যাদি।
® ব্রাহ্মণের বলা শেষ হলে, তখন বুদ্ধ ব্রাহ্মণকে বললেন কি হে ব্রাহ্মণ, তুমিতো আমাকে দেখোনি!!
® তখন বুদ্ধ ব্রাহ্মণকে বললেন – ব্রাহ্মন আমাকে দেখতে হলে – চারি আর্য্যসত্য জ্ঞান, আর্য্য অষ্টাঙ্গিক মার্গ জ্ঞান, সাঁইত্রিশ প্রকার বোধি পক্ষিয় ধর্মজ্ঞান, পাতিত্যসামুৎপাদ জ্ঞান, চব্বিশ প্রকার পন্থার জ্ঞান,ইত্যাদি জানতে হবে। তবেই তুমি আমাকে দেখতে পাবে।
®অতঃপর তথাগত বুদ্ধ ব্রাহ্মণের উদ্দেশ্যে ধর্ম দেশনা দান করলে ব্রাহ্মণ বুদ্ধের ধর্ম দেশনা শ্রবণ করতে করতে অচিরেই সেখানে স্রোতাপত্তি মার্গফল লাভ করলেন..!!

#লেখাটি  Rony Barua    কর্তৃক পোস্ট থেকে সংগ্রহ করা হয়েছে ।

error: Content is protected !!