ধুতাঙ্গ সাধক শ্রদ্ধেয় শরণংকর থের মহোদয়ের জন্মদিন

ভদন্ত/সৌম্য,

আগামী ১৬ আগষ্ট ২০১৯ইং, পহেলা ভাদ্র ১৪২৬ বাংলা, ২৫৬৩বুদ্ধাব্দ (শুক্রবার) সদ্ধর্মগ্রাম ফলাহারিয়া জ্ঞানশরণ মহাঅরণ্যের প্রজ্ঞাবান শ্মশানচারী ধুতাঙ্গ সাধক শ্রদ্ধেয় শরণংকর থের মহোদয়ের জন্মদিন উপলক্ষেে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।উক্ত মহতী পূর্নময় অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের সকলে আমন্ত্রিত।

অনুষ্ঠান সূচী:
• সকাল ০৯.০০টায় শিষ্যেমন্ডলীসহ পূজনীয় ভান্তের পিন্ডাচরণ।
• দুপুর ১১.০০টায় :পূজনীয় ভান্তের একক সদ্ধর্মদেশনা।

স্থান : সদ্ধর্মগ্রাম ফলাহারিয়া জ্ঞানশরণ মহাঅরণ্য ভূমি(ধুতাঙ্গ পাহাড়)
ফলাহারিয়া, উত্তর পদুয়া,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম।

আয়োজনে: ভেন শরণংকর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও পূজনীয় ভান্তের সকল সেবকবৃন্দ।

পথনির্দেশনা:-চট্টগ্রাম বাসটার্মিনাল/কাপ্তাই রাস্তার মাথা থেকে (সিএনজি করে)গোডাউন,ওখান থেকে পদুয়া রাজারহাট(দক্ষিণ রাংগুনিয়া)সেখান থেকে জ্ঞানশরণ মহাঅরণ ভূমি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!