ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ আনােয়ারা উপজেলার অন্তর্গত তালসরা মুসুদ্দিপাড়া বিবেকারাম বিহারের নবরূপকারক ও অধ্যক্ষ, সপ্তগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান প্রধান উপদেষ্টা, তালসরা গ্রামের জন্মজাত কীর্তিমান সু-সন্তান, সপ্তগ্রামের গৌরবদীপ্ত পুণ্যপুরুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক সৌম্য সারথী উপাধি প্রাপ্ত, তালসরা আনন্দারাম বিহারের প্রয়াত অধ্যক্ষ কর্মবীর বুদ্ধদত্ত মহাস্থবিরের দ্বিতীয় প্রিয়শিষ্য, মহামান্য একাদশ সংঘরাজ পণ্ডিত শাসনশ্রী মহাস্থবিরের স্নেহধন্য, নীরব সাধক ভদন্ত শাসনমিত্র মহাস্থবিরের। ৬৯তম সুবর্ণ জন্ম জয়ন্তী আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি ২০১৯ খৃষ্টাব্দ, ২৫৬২ বুদ্ধাব্দ, বৃহস্পতিবার ও শুক্রবার তালসরা মুৎসুদ্দিপাড়া বিবেকারাম বিহারে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হবে। উক্ত পুণ্যময় সন্ধিক্ষণে আপনাদের আর্থিক, কায়িক, মানসিক ও আন্তরিক সহযােগিতা এবং স্বশিষ্য-স্ববান্ধব উপস্থিতি সবিনয়ে প্রত্যাশা করছি।
বিনীত
ধর্মমিত্র মহাথেরাে প্রজ্ঞানন্দ মহাথেরাে অনােমদর্শী মহাথেরাে বােধিরতন থেরাে জিনরতন থেরাে
সভাপতি, মহাসচিব যুগ্মসচিব প্রধান সমন্বয়কারী, অর্থ সচিব
০১৮১৫-৭২৫৯২১ ০১৮১৭-৭১৫৬০২ ০১৮১৫-৩৭৫৯৬৯ ০১৮১৯-০২৫৪৬৪ ০১৭১৫-৪৬২৩৫৬