আগামী ১৭ই জানুয়ারি ২০১৯ইং রোজ বৃহস্পতিবার, পরম পুজনীয় ধুতাঙ্গ সাধক ভদন্ত শরণংকর থের মহোদয় শিষ্যমণ্ডলী সহকারে রাউজান গ্রামের উদ্দেশ্যে পদব্রজে রওনা হয়ে শুভাগমনের পথে বর্তমান বৃহত্তর হোয়ারাপাড়া, ধুতাঙ্গ সাধক শরণংকর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অবস্থান করছেন।।।
১৮ই জানুয়ারি ২০১৯, রোজ শুক্রবার, পূজ্যষ্পদ ভদন্ত শীলানন্দ মহাস্থবির মহোদয়ের সভাপতিত্বে, পরম পূজনীয় ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরো মহোদয়ের
উপস্থিতিতে দুপুর ১২ ঘটিকায় পরম পূজ্য ধুতাঙ্গ ভান্তের ত্যাগময় ৮ম ধুতাঙ্গবর্ষপূরণ ও একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে..
স্থান: রাউজান জেতবন বৌদ্ধ বিহার সংলগ্ন ময়দান।
উক্ত মহতী পূণ্যানুষ্ঠানে সদ্ধর্মপ্রাণ নির্বাণকামী সকল দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা ও সকল সেবক-সেবিকা, ভক্ত বৃন্দের উক্ত অনুষ্ঠানে মৈত্রীময় উপস্থিতির মাধ্যমে নির্বাণের হেতু উৎপন্ন করার জন্য ধর্মময় প্রার্থনা।
তথ্যসুত্র ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহীত