“মেশ্রী ভাবনা অনুশীলনে মানব মনে জেগে উঠে অনাবিল প্রশান্তি ও পবিত্র আনন্দ”

ভদন্ত/সৌম্য,

কর্মময় জীবন থেকে আরও একটি বছর বিদায়ক্ষণে দু’শতাব্দীর সু-প্রাচীন ঐতিহ্যবাহী কদলপুর সুধর্মানন্দ বিহার, বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রে ইংরেজী ২০১৮ বর্ষ বিদায় এবং জীবনের আরও একটি নতুন বছর ২০১৯ বর্ষবরণ মুহুর্তটি ধর্মীয় ভাবগাম্ভীর্যে স্মরণীয়, বরণীয়, অর্থবহ ও তাৎপর্যময় করার লক্ষেই ৫ম বারের মতাে বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের আওতাধীন শ্রীমহাবােধি মেত্তা ভাবনা কমপ্লেক্সের উদ্যোগে ১০০ জনকে বৌদ্ধ আচার-নীতি শিক্ষার আলােকে সুখ-শান্তিকামীদের জন্যে ৫ দিনের মেত্তা ভাবনা অনুশীলন, শ্রীমহাবােধি মেত্তা ভাবনা কমপ্লেক্সের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, অমলেন্দু-মালতী ফাউন্ডেশনের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী, অষ্টপরিস্কারসহ সংঘদান’র আয়ােজন করা হয়েছে। উক্ত মহাপুণ্যানুষ্ঠানকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে আপনাদের সাহায্য সহযােগিতা ও অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণসহ সবান্ধব উপস্থিতি আন্তরিকভাবে কামনা করছি।

নিবেদকভদন্ত শাসনরক্ষিত ভিক্ষু

প্রধান সমন্বয়কারী

পরিচালক- বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র, কদলপুর, রাউজান।

error: Content is protected !!