আগামী তারিখ ০২ মাঘ ১৪২৫ বাংলা ( ১৫ জানুয়ারি ২০১৯ খ্রিঃ) গােবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির প্রাঙ্গণে , পরম পূজনীয় সিদ্ধি পুরুষ গােবিন্দ ঠাকুর ও উপ-সংঘরাজ শ্রীমৎ গুণালংকার মহাথের স্মরণেঅষ্টপরিষ্কারসহ সংঘদান, আটাশ বুদ্ধের পূজা ও সদ্ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হবে । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করবেন মাননীয় উপ-সংঘরাজ ভদন্ত ডঃ জ্ঞানশ্রী মহাথের , অধ্যক্ষ চট্রগ্রাম বৌদ্ধ বিহার । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপ-সংঘরাজ ভদন্ত ডঃ শীলানন্দ মহাথের , অধ্যক্ষ রাউজান বিমলানন্দ বিহার । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপ-সংঘরাজ ধর্মকথিক হিসেবে খ্যাত ভদন্ত ধর্মপ্রিয় মহাথের । প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ভদন্ত এস। লোকজিৎ থের ।
উক্ত-পুণ্যানুষ্ঠানে আপনার/আপনাদের সহৃদয় উপস্থিতি আতরিকভাবে প্রত্যাশা করছি ।
আয়ােজনেঃ শুরু গােবিন্দ ঠাকুর স্মৃতি মন্দির পরিচালনা পরিষদ।