– তন্ময় চৌধুরী।
আমার আমার বলি সবে
বাস্তবে কি আমার রবে?
আমার নাই এই ভবে
যদি হয় বন্ধ শ্বাস-প্রশ্বাস চিরতরে।
বাড়ি, গাড়ি, সুন্দরী নারী
উচ্চ শিক্ষার বাহাদুরী
দেহ বল, লোক বল
আরো দেখায় ধন বল
আমি জানি সব বিদ্যা
আমি পারি মাইকে বক্তৃতা
আমি মহাজন।
ওহে সুধীজন
ঐ দেখ আয়ু তরী
ডুবিতেছে জলনিধি
বৌদ্ধিক জ্ঞান অন্তরে জাগায়
দূর করি মানের কৃতি।
ধর্মীয় গীতি কবিতা
– সনজয় বড়ুয়া
যারা ত্রিশরন শরন নিয়া অন্য শরনেতে যায়,
মহাদুঃখ পাবে তারা জানরে সবাই।
আচরনে কয়জন ভবে বৌদ্ধ আছে ভাই
নামে মাত্র বৌদ্ধ জাতির নাইরে অভাব নাই,
যারা বৌদ্ধ ঘরে জন্মনিয়া অন্যধর্মে চলে যায়
মহাদুঃখ পাবে তারা জানরে সবাই।
আত্ন দর্শন বড় দর্শন ত্রিভূবনে ভাই
অন্যকে দর্শন করার প্রয়োজন নাই,
যারা সেই দর্শন পথ বিনা মিথ্যা দর্শন করে হায়
মহা দুঃখ পাবে তারা জানরে সবাই।
দূর্বলেরি স্বর্গ ব্রক্ষলোক কামনা ভাই
বৌদ্ধ ধর্মে নির্বান ছাড়া কোন লক্ষ্য নাই,
যারা সেই পরম লক্ষ্য হতে বিচ্যুত হতে চায়
মহা দুঃখ পাবে তারা জানরে সবাই।
যারা ত্রিশরন শরন নিয়া অন্যশরনেতে যায়
মহাদুঃখ পাবে তারা জানরে সবাই