Bondona ( বন্দনা )

ত্রিরত্ন বন্দনা

“ নমো  তসস  ভগবতো  অরহতো  সম্মাসম্বুদ্ধসস  “

 কাষায় বস্ত্র দান

সব্ব দুকখ নিসসরণ নিব্বানং সচ্ছিকরণত্থায় ইমং কাসাবং গহেতৢা পব্বাজেথ মং ভন্তে , অনুকম্পং

উপাদায় । দুতিয়ম্পি —— ততিযম্পি – বলতে হবে ।

 কাষায় বস্ত্র প্রার্থনা

সব্বদুকখ নিসসরণ নিব্বানং সচ্ছিকরণত্থায় এতং কাসাবং দতৢা পব্বাজেথ মং ভন্তে , অনুকম্পং

উপাদায় । দুতিয়ম্পি —— ততিযম্পি – বলতে হবে ।

অশুভ কর্মস্থান গ্রহণ

কেসা , লোমা , নখা , দন্তা , তচো , তচো , দন্তা ,নখা , লোমা , কেসা , কেসা ,লোমা,নখা,দন্তা,তচো।

দশশীল প্রার্থনা

ওকাস অহং ভন্তে তিসরণেন সহ পব্বজ্জ সামনেরো দসসীলং , ধম্মং যাচামি অনুগগহং কতৢা

সীলং দেথ মে ভন্তে । দুতিযম্পি ——- ততিযম্পি ———– বলতে হবে ।

দশশীল

পাণাতিপাতা বেরমণী সিকখাপদং সমাদিযামি

আদিন্না দানা বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

অব্রক্ষচরিয়া বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

মূসাবাদা বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

সুরা মেরযমজ্জপমাদটঠানা বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

৬ । বিকাল ভোজনা বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

নচ্চ গীতবাদিতবিসূকদসসনাবেরমণী সিকখাপদং সমাদিয়ামি

মালাগন্ধবিলেপনধারণমন্ডনবিভূসনটঠানা, বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

উচ্চ সয়না মহাসয়না বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

১০ জাত্রুপরজত পটিগগহণা বেরমণী সিকখাপদং সমাদিয়ামি

ইমানি পব্বজ্জ সামণের দস সিকখাপদানি সমাদিয়ামি ( তিনবার )

পরিত্রান সূত্র প্রার্থনা

বিপত্তি পটিবাহায সব্ব সম্পত্তি সিদ্ধিষা সব্বদুকখা বিনাসায , সব্বভয বিনাসায , সব্বরোগ বিনাসায,

ভবে দীঘায়ু দায়কং চিত্তং উজুং পরিত্রাণ পরিত্তং ব্রূথ মঙ্গলং ।

 

 

   

    Founder and Editor : Engr. Anik Barua

            ka-95/5,Noddha,Gulsan,Dhaka1212.                                                                                             Mobile :  +8801845839031 /  +8801407666587        

 

           

   

 

Social Media

error: Content is protected !!